পাইওনিয়ার ফুটবলের সুপার লিগ ২ মে থেকে

২০টি দল নিয়ে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবলের সুপার লিগ। ঢাকার পল্টন মাঠ ও মোহাম্মদপুর ঈদগাহ মাঠে হবে এই প্রতিযোগিতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 03:52 PM
Updated : 22 April 2014, 03:52 PM

সুপার লিগের ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে এই লিগে অংশ নেবে। লিগের শীর্ষ তিন দল তৃতীয় বিভাগ লিগে উঠবে।

লিগে অংশগ্রহন ফি হিসেবে প্রতিটি দলকে ১৫ হাজার টাকা করে দেয়া হবে। চ্যাম্পিয়ন পাবে এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেয়া হবে ৫০ হাজার টাকা ।

মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাইওনিয়ার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া। বাফুফের সদস্য শেখ মোহাম্মদ আসলাম ও সাবেক ফুটবলার কায়সার হামিদ এ সময় উপস্থিত ছিলেন।