ম্যান সিটির আশা বাঁচিয়ে রাখা জয়

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জিততেই হতো ম্যানচেস্টার সিটির। সোমবার ওয়েস্ট ব্রমউইচ আরবিওনকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের ৬ পয়েন্টের মধ্যে এসেছে ইতিহাদ স্টেডিয়ামের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2014, 03:50 AM
Updated : 22 April 2014, 03:50 AM

সিটির আশা বাঁচিয়ে রাখা জয়ে তিনটি গোলই করেছেন আর্জেন্টিনার তিন খেলোয়াড় পাবলো সাবালেতা, স্যার্হিও আগুয়েরো ও মার্টিন দেমিচেলিস। সবগুলো গোলই এসেছে প্রথমার্ধে।

ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তিন মিনিটের মধ্যেই হেড থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন সাবালেতা। সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো।

ছয় মিনিট পরেই একটি গোল শোধ করে ওয়েস্ট ব্রম। তবে ম্যাচের ৩৬তম মিনিটে কর্নার থেকে গোল করে ম্যাচটিকে সিটির নিয়ন্ত্রণে এনে দেন দেমিচেলিস।

দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পাওয়া সিটির উইঙ্গার দাভিদ সিলভাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়।

১৯৯০ সালের পর প্রথম শিরোপা জয়ের সন্ধানে থাকা লিভারপুল ৩৫ ম্যাচে পেয়েছে ৮০ পয়েন্ট। একটি ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪। শিরোপা জিততে হলে মানুয়েল পেল্লেগ্রিনির দলকে শুধু বাকি ৪টি ম্যাচ জিততেই চলবে না, সঙ্গে একটি ম্যাচে হারতে হবে লিভারপুলকে।