ভেন্যু সংস্কারের জন্য সময় বেঁধে দিয়েছে বাফুফে

বাংলাদেশের প্রিমিয়ার ফুটবল লিগের ঢাকার বাইরের তিনটি ভেন্যুতে সংস্কার করার জন্য ‘স্বাগতিক’ ক্লাবগুলোকে সময় বেঁধে দিয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 03:48 PM
Updated : 21 April 2014, 03:48 PM

সোমবার বাফুফের পেশাদার লিগ কমিটির সভা শেষে চেয়ারম্যান সালাম মুর্শেদী জানান, গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম সংস্কার করে আগামী ২৮ এপ্রিলের মধ্যে বাফুফেকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আর ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়াম সংস্কার করার জন্য সময় দেয়া হয়েছে ৩ মে পর্যন্ত।
গোপালগঞ্জ মুক্তিযোদ্ধার, চট্টগ্রাম স্থানীয় আবাহনীর এবং ফেনী স্থানীয় সকার ক্লাবের হোম ভেন্যু।

এছাড়া সভায় আগামী মেতে অনূর্ধ্ব-১৮ যুব ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোই এই টুর্নামেন্টে খেলবে।
গত মৌসুমে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-১৬ বছরের খেলোয়াড়রা অংশ নিয়েছিল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান।