খুলনার এনামুলের শতক, জয়ের পথে ঢাকা

এনামুল হকের অপরাজিত শতকের পরও ঢাকা বিভাগকে বড় লক্ষ্য দিতে পারেনি খুলনা। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য আরো ১২৮ রান প্রয়োজন ঢাকার। তাদের হাতে আছে ৯ উইকেট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2014, 11:18 AM
Updated : 21 April 2014, 11:18 AM

সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও কমপ্লেক্সে ৩ উইকেটে ৯৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে খুলনা। দিনের শুরুতে মিঠুন আলীকে ফিরিয়ে দলকে সাফল্য এনে দেন শুভাগত হোম চৌধুরী। নিজামউদ্দিন রিপন (৩১) ও জিয়াউর রহমান (১৬) ছাড়া আর কারোর কাছ থেকে খুব একটা সহায়তা পাননি এনামুল।

শেষ তিন ব্যাটসম্যান কোনো রান না পেলেও তাদের নিয়েই দলের সংগ্রহ ২৩২ পর্যন্ত নিয়ে যান এনামুল। ১১৯ রানে অপরাজিত থাকা এই উদ্বোধনী ব্যাটসম্যানের ২৯০ বলে ইনিংসে ছিল ৯টি চার ও ৫টি ছক্বা।

ঢাকার পক্ষে তাইবুর পারভেজ, শুভাগত ও নাজমুল অপু তিনটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৯ রানের লিড পাওয়ায় ২২৪ রানের লক্ষ্য নিয়ে খেলা শুরু করে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করা ঢাকা।

দিদার হোসেন রান আউট হয়ে গেলেও রনি তালুকদার ৪৫ ও তাইবুর ৩২ রানে ব্যাট করছেন। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়েছেন তারা।