মন্টে কার্লোর শিরোপা জেতা হলো না ফেদেরারের

মন্টে কার্লো মাস্টার্স থেকে আবারো হতাশ হৃদয়েই ফিরতে হলো রজার ফেদেরারকে। রোববার প্রতিযোগিতার ফাইনালে স্বদেশী স্তানিস্লাস ভাভরিঙ্কার কাছে হেরে গেছেন সুইস এই তারকা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 04:46 PM
Updated : 20 April 2014, 04:46 PM

রোববার ফেদেরারকে ৪-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতলেন ২৯ বছর বয়সী ভাভরিঙ্কা।

এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা তিনবার এই প্রতিযোগিতার ফাইনালে উঠলেও প্রতিবারই রাফায়েল নাদালের কাছে হেরে যান সুইজারল্যান্ডের ফেদেরার।

রোববার ম্যাচের প্রথম সেটের পঞ্চম গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে মোটামুটি অনায়াসেই সেটটি জিতে নেন ফেদেরার। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান ভাভরিঙ্কা। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে গড়ানো সেটটি জিতে ম্যাচে ফেরেন ভাভরিঙ্কা। আর তৃতীয় বা শিরোপা নির্ধারণী সেটে তো পাত্তাই পায়নি রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জেতা ফেদেরার।

এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ভাভরিঙ্কার বিপক্ষে ফেদেরারের এটা দ্বিতীয় হার। প্রথম হারটাও এখানেই; ২০০৯ সালে তৃতীয় রাউন্ডে ভাভরিঙ্কার কাছে হেরেই ছিটকে পড়েছিলেন ফেদেরার।