শিরোপার পথে আরেক ধাপ লিভারপুলের

২৪ বছরের মধ্যে প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে গেল লিভারপুল। রোমাঞ্চকর ম্যাচে নরিচ সিটিকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 02:26 PM
Updated : 20 April 2014, 02:26 PM

তিন ম্যাচ বাকি থাকতে লিভারপুলের পয়েন্ট ৮০। শিরোপা লড়াইয়ে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী চেলসির পয়েন্ট ৭৫। শনিবার সান্ডারল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে যায় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

রোববার প্রতিপক্ষের মাঠে রাহিম স্টার্লিংয়ের জোড়া আর সুয়ারেসের এক গোলে ইপিএলে টানা ১১তম জয় পেল লিভারপুল। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও জায়গা নিশ্চিত হয়ে গেছে 'অল রেড' নামে পরিচিত দলটির। ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার সুযোগ পাচ্ছে তারা।

ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় লিভারপুল। চতুর্থ মিনিটে ২৫ গজ দূর থেকে স্টার্লিংয়ের অসাধারণ জোড়ালো এক শটে এগিয়ে যায় তারা।

৭ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি তার ৩০তম গোল।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নরিচের পক্ষে একটি গোল শোধ করেন গ্যারি হুপার। তবে স্টার্লিংয়ের দ্বিতীয় গোলে ব্যবধান ৩-১ হয়। ৭৭ মিনিটে স্নোদগ্রাসের গোলে আবার ব্যবধান কমায় নরিচ।

৭৮ মিনিটে হুপারের বদলি হিসেবে নামা গ্যারি ফন ভলফসভিনকেল নিজের প্রথম ছোঁয়াতেই গোল পেতে যাচ্ছিলেন। তবে ৮০ মিনিটে তার নেয়া হেডটি ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষকক।

ফলে ১৯৯০ সালের পর লিগে প্রথম শিরোপা জয়ের স্বপ্নটা আরো উজ্জ্বলতর করেই মাঠ ছাড়ে লিভারপুল।