ফিওরেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রোমা

এই জয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল রোমা। সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলাও নিশ্চিত হলো রোমের এই ক্লাবের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2014, 10:11 AM
Updated : 20 April 2014, 11:54 AM

২৬তম মিনিটে রাজা নাইনগোলানের গোলে ফিওরেন্তিনাকে হারিয়ে নতুন একটি ক্লাব রেকর্ডও গড়ল রোমা। এটি এ মৌসুমের সিরি আতে তাদের ২৫তম জয়। এত দিন এক মৌসুমে লিগে রোমার সর্বোচ্চ জয় ছিল ২৪টি। লুসিয়ানো স্পালেত্তির অধীনে এই রেকর্ডটি তারা গড়েছিল ২০০৭-০৮ মৌসুমে।

এই মৌসুমে আরো একটি ক্লাব রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোমা। ২০০৭-০৮ মৌসুমে ক্লাব সর্বোচ্চ ৮২ পয়েন্ট অর্জন করে রোমা। এ মৌসুমে ৩৪ ম্যাচ খেলেই ৮২ পয়েন্ট পেয়ে গেছে তারা।

সমান ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। সিরি আর একটি রেকর্ড হাতছানি দিচ্ছে সর্বশেষ ম্যাচে বোলোনিয়াকে ১-০ গোলে হারানো এই দলকেও। এবার সিরি আর প্রথম ক্লাব হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্টের বাধা পেরিয়ে যেতে পার তারা