শেখ রাসেলে বিদেশি কোচ

ঘরোয়া ফুটবলে আরও একজন বিদেশি কোচ এলেন। গতবারের ‘ট্রেবল’ জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র এনেছে মন্টেনেগ্রোর কোচ ড্রাগন বুকানোভিচকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2014, 05:11 PM
Updated : 19 April 2014, 05:11 PM

শুক্রবার রাতে ঢাকায় এসেছেন শেখ রাসেলের নতুন কোচ। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

বুকানোভিচকে নিয়োগ দেয়ায় ছাটাই করা হয়েছে দলটির স্থানীয় কোচ মারুফুল হককে। অবশ্য শুক্রবারও মারুফের অধীনে দলটির অনুশীলন হয়েছিল।

শেখ রাসেল সভাপতি নুরুল আলম চৌধুরী বলেন, “আমি কৃতজ্ঞ গত মৌসুমে তিনি ক্লাবকে তিনটি শিরোপা এনে দিয়েছেন। কিন্তু চলতি মৌসুমে দল আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারছে না। বিশেষ করে স্বাধীনতা কাপের ফল ছিল হতাশাজনক। এই জন্য আমরা নতুন কাউকে নেয়ার কথা ভেবেছি।”
শুধু মারুফই নয়, অন্য কোচিং স্টাফদের সমঝোতার ভিত্তিতে বিদায় করে দিয়েছে শেখ রাসেল।
ক্লাব সভাপতি বলেন, “আমাদের মনে হয়েছে, বর্তমান দলটি আরও ভালো করার ক্ষমতা রাখে। এই কারণেই সব কোচিং স্টাফদেরকেই বাদ দেয়ার সিদ্ধান্ত নেই আমরা।”
শনিবার বিকেলে খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয় নতুন কোচকে। পরে তিনি দলকে অনুশীলনও করান।