মালয়েশিয়ায় সিদ্দিকুরের উন্নতি

মেব্যাংক মালয়েশিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে উন্নতি হয়েছে সিদ্দিকুর রহমানের। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৩৭তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 11:54 AM
Updated : 18 April 2014, 02:50 PM

বৃহস্পতিবার প্রথম দিনের খেলা শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৪০তম স্থানে ছিলেন সিদ্দিকুর। তবে আলোর স্বল্পতার কারণে প্রথম দিনে ১৭টি হোলে খেলা শেষ হয়েছিল সিদ্দিকুরের। শুক্রবার সকালে বাকি এক হোলে ‘বোগি’ (পারের চেয়ে এক শট বেশি খেলা) করে ৫৯তম স্থানে নেমে যান তিনি।

সেই হিসেবে দ্বিতীয় রাউন্ডে বেশ ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশের সিদ্দিকুরের। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে দুই শট কম খেলেছেন তিনি।

প্রথম হোলেই ‘বার্ডি’ (পারের চেয়ে এক শট কম খেলা) করে দ্বিতীয় রাউন্ডের শুরুটা অবশ্য দারুণ করেছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ হোলেই ‘বোগি’ করেন তিনি। তবে পরের হোলে ও দ্বাদশ হোলে আবারো ‘বার্ডি’ করে আরো উন্নতির আভাস দিয়েছেন গত বছর দিল্লি ওপেন জেতা সিদ্দিকুর।

কুয়ালা লামপুর গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ২৭ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের লি ওয়েস্টউড।