বেলের প্রশংসায় বোল্ট

গতি-মানব বলেই হয়ত গতিময় যেকোনো কিছুই তার পছন্দ। স্প্রিন্টের রাজা উসাইন বোল্ট কোপা দেল রের ফাইনালে গ্যারেথ বেলের দুর্দান্ত গতির গোল দেখে মুগ্ধ হয়েছেন। এমন গোলে যেকোনো স্প্রিন্টারই গর্বিত হবেন বলে মন্তব্য করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2014, 11:32 AM
Updated : 18 April 2014, 11:32 AM

বুধবার বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঝবৃত্তের কাছে বরাবর বল পেয়ে তীব্র গতিতে দৌড় দেন বেল। বার্সেলোনা ডিফেন্ডার মার্ক বারত্রাকে পেছনে ফেলে ঝড়ের বেগে বল নিয়ে তিনি পৌঁছে যান প্রতিপক্ষে রক্ষণে। এর পর গোলরক্ষক মানুয়েল পিন্তোকে ফাঁকি দিয়ে বল জড়িয়ে দেন জালে। তার এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

শুক্রবার স্পেনের দৈনিক মার্কাকে বেলের গোল নিয়ে বোল্ট বলেন, “সে অসাধারণ গতির প্রদর্শনী দেখিয়েছে। ডিফেন্ডারকে পেছনে ফেলতে এটা তার দেখাতেই হতো। এর পর ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়েছে”

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক বোল্ট ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডের মালিক। তবে বার্সেলোনার বিপক্ষে করা বেলের গোলটি তার কাছেও স্বপ্নের মতো, "এটা এমন একটা গোল যে, বিশ্বের যেকোনো স্প্রিন্টারই কোনো একদিন করতে চাইবে।"