ছয় বছর পর কাবাডি দলে জিয়া

জিয়াউর রহমানকে রেখে ইনচন এশিয়ান গেমসের জন্য ১৬ সদস্যের প্রাথমিক কাবাডি দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। প্রায় ৬ বছর পর জাতীয় কাবাডি দলে ফিরলেন এশিয়ার অন্যতম সেরা এই ‘রেইডার’।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2014, 03:14 PM
Updated : 17 April 2014, 03:14 PM

লম্বা সময় তার দলের বাইরে থাকার কারণ চোট। জিয়া জাতীয় দলের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক কোনো আসরে খেলেছেন ২০০৮ সালে, ইন্দিনেশিয়ার বালিতে। এর পর চোটের কারণে ঢাকায় এসএ গেমস, গুয়াংজুতে এশিয়ান গেমসসহ বেশকিছু আন্তর্জাতিক আসরে কোর্টের বাইরে ছিলেন তিনি।

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত জিয়া, “এখন আমার লক্ষ্য হচ্ছে নিজেকে ভালোভাবে তৈরি করা। যেন দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি। আন্তর্জাতিক কাবাডিতে দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই।”

ইনচন এশিয়ান গেমসে পুরুষ এবং মহিলা দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ কাবাডি দল। দুই বিভাগের প্রাথমিক দল দিয়েছে কাবাডি ফেডারেশন। ১৬ জনের দল থেকে পরে ৪ জনকে ছেটে চূড়ান্তভাবে নেয়া হবে ১২ জনকে।
পুরুষ দল: জিয়াউর রহমান (অধিনায়ক), জাকির হোসেন, রোকনুজ্জামান, আবু সালেহ মুসা, ওমর ফারুক, কামাল হোসেন, আরদুজ্জামান, ফিরোজ মিয়া, মাফতুল হক, মোক্তারুল ইসলাম, মঞ্জুরুল রশিদ, আনোয়ার হোসেন, মাসুদ করিম, সাজিদ হোসেন, রবিউল ইসলাম ও মোহাম্মদ আশরাফ।
মহিলা দল: শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), ফারজানা আক্তার বেবি, কাজী শাহিন আরা, শারমিন সুলতানা রিমা, ফাতেমা আক্তার পলি, কচি রানী মন্ডল, রুপালী আক্তার, শীলা আক্তার, জুনি চাকমা, মাসুমা জান্নাত আশা, টুকটুকি আক্তার, সুমা আক্তার, মিতা খাতুন পাখী, আজমিরা খাতুন দোলা, কোহিনুর আক্তার ও আল্পনা বিশ্বাস টুম্পা।