জার্মান কাপের ফাইনালে ডর্টমুন্ডের প্রতিপক্ষ বায়ার্ন

গত মৌসুমে প্রথম জার্মান দল হিসেবে ‘ট্রেবল’ অর্থাৎ বুন্দেসলিগা, জার্মান কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ। তারই পুনরাবৃত্তির পথেই থাকা দলটি কেইসারস্লাউটার্নকে ৫-১ গোলে হারিয়ে জার্মান কাপের ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 08:29 PM
Updated : 16 April 2014, 08:29 PM

বুধবার রাতে আলিয়েঞ্জ অ্যারেনায় দুই অর্ধে দুটি করে গোল করে স্বাগতিক দল। ২৩ মিনিটে দলকে এগিয়ে নেয়ার কৃতিত্ব বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টনি ক্রুস।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন টমাস মুলার। তার গোলটি আসে পেনাল্টি থেকে। ১০ মিনিট পর সাইমন জুলারের সৌজন্যে ব্যবধান কমায় দ্বিতীয় বিভাগের দলটি।

৭৮তম মিনিটে স্বাগতিকদের চতুর্থ গোলটি করেন মারিও মানজুকিচ। অতিরিক্ত সময়ে মারিও গোটসের লক্ষ্যভেদে স্বাগতিকদের বড় জয় নিশ্চিত হয়ে যায়।

এরই মধ্যে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারও নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দলটি।

বার্লিনে ১৭ মের ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার প্রথম সেমি-ফাইনালে ভলফসবুর্গকে ২-০ গোলে হারিয়েছে তারা।