বিশ্বকাপের সঙ্গে ফ্রান্সের কোচের ভাবনায় ইউরো

ব্রাজিল বিশ্বকাপের দল গোছানোর সময় ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কথাও মাথায় রাখছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 01:56 PM
Updated : 16 April 2014, 01:56 PM

ইউরোপের সবচেয়ে বড় ফুটবল আসরের আয়োজক ফ্রান্স। তাই এখন থেকেই ভবিষ্যত সাফল্যের কথা ভাবতে হচ্ছে ফরাসি এই কোচকে।

ফ্রান্সের একটি টেলিভিশনকে দেশম বলেন, “২০১৬ ইউরোতে কী আশা করতে পারি, সেটাও ভাবনায় রাখছি আমি।”

বাছাইপর্বের কঠিন বাধা পেরিয়ে বিশ্বকাপের মূলপর্বে উঠলেও ২০১৬ সালের ইউরোতে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ফ্রান্স।

দেশম বিশ্বকাপের জন্য তার ৩০ সদস্যের দল ঘোষণা করবেন আগামী মাসের ১৩ তারিখ। দলের ঐক্যের কথা চিন্তা করে কার্যকরী কোনো খেলোয়াড়কে বাদ দিতেও দ্বিধা করবেন না বলে জানান তিনি।

“আমি শুধু ২৩ জন সেরা খেলোয়াড় নিয়ে একটি দল গঠনের জন্যই ফ্রান্সের কোচ নই, আমাকে এমন একটি দল বাছতে হবে যারা যতদূর সম্ভব এগিয়ে যেতে পারে।”

ফ্রান্সের পরবর্তী প্রীতি ম্যাচ ২৭ মে। স্তাদ দি ফ্রান্সে তাদের প্রতিপক্ষ নরওয়ে। এর পর আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে দেশমের দল। নিসে প্যারাগুয়ের বিপক্ষে খেলার পর লিলে তাদের প্রতিপক্ষ জ্যামাইকা।

ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৫ জুন হন্ডুরাসের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘ই’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ইকুয়েডর।