বেতনে এগিয়ে ম্যান সিটির খেলোয়াড়রা

মার্কিন মুলুকে জনপ্রিয় বেসবল, বাস্কেটবলের দলগুলো নয়; বিশ্ব ক্রীড়ায় সবচেয়ে বেশি বেতন পায় ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2014, 12:10 PM
Updated : 16 April 2014, 12:11 PM

স্পোর্টিংইন্টেলিজেন্স নামের একটি সংস্থার জরিপের ফলে বলা হয়েছে, ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাবটির প্রত্যেক খেলোয়াড় গড়ে বেতন পায় ৮১ লাখ ৯ হাজার ডলার।

খেলোয়াড়দের বেশি বেতন দেয়া ক্লাবগুলোর তালিকায় শীর্ষ দশের ৬টিই ফুটবলের। দু'টি করে আছে বেসবল ও বাস্কেটবল দল।

বেশি দাম এবং বেশি বেতন দিয়ে ফুটবলার কেনার রেওয়াজ ম্যানচেস্টার সিটিতে শুরু হয় মূলত ২০০৮ সাল থেকে। সে বছরই আবুধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাবটিকে কিনে নেয়।

খেলোয়াড়দের বেশি বেতন দেয়ার তালিকায় সিটির পড়েই আছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ বেসবলের(এমএলবি) দল নিউ ইয়র্ক ইয়াঙ্কিস ও এলএ ডজার্স।

শীর্ষে দশে থাকা ৬ ফুটবল দলের ৩টিই আবার ইংলিশ প্রিমিয়ার লিগের - ম্যানচেস্টার ইউনাইটেড (অষ্টম) ও চেলসি (দশম)।

স্পেনের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা আছে ৪ ও ৫ নম্বরে। তালিকার সপ্তম স্থানে আছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

বেতন দেয়ার দিক দিয়ে শীর্ষ দশ ক্লাব:

ক্লাব

খেলোয়াড় প্রতি বার্ষিক গড় বেতন

ম্যানচেস্টার সিটি (ইপিএল)

৮১ লাখ ৯ হাজার ডলার

নিউ ইয়র্ক ইয়াঙ্কিস (এমএলবি)

৮০ লাখ ৩১ হাজার ডলার

এলএ ডডগার্স (এমএলবি)

৭৭ লাখ ৭৮ হাজার ডলার

রিয়াল মাদ্রিদ (লা লিগা)

৭৫ লাখ ৮৬ হাজার ডলার

বার্সেলোনা (লা লিগা)

৭৪ লাখ ৪৬ হাজার ডলার

ব্রুকলিন নেটস (এনবিএ)

৬৮ লাখ ১৪ হাজার ডলার

বায়ার্ন মিউনিখ (বুন্দেসলিগা)

৬৬ লাখ ৮৯ হাজার ডলার

ম্যানচেস্টার ইউনাইটেড (ইপিএল)

৬৫ লাখ ৬৬ হাজার ডলার

শিকাগো বুলস (এনবিএ)

৬০ লাখ ৫৫ হাজার ডলার

চেলসি (ইপিএল)

৬০ লাখ ৫৩ হাজার ডলার