শুরু হওয়ার পরই লিগ পেছালো

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার একদিনের মাথায় পিছিয়ে গেছে। মঙ্গলবার শুরু হওয়া এই লিগ মাঝখানে দুদিন বিরতি দিয়ে শুক্রবার থেকে আবার মাঠে গড়াবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2014, 05:32 PM
Updated : 15 April 2014, 05:32 PM

লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, বাফুফে ও ক্লাব কর্মকর্তারা বুধবার ঢাকার বাইরের ভেন্যু পরিদর্শনে যাবেন বলেই খেলা দুদিন পেছানো হয়েছে।

খেলবেন খেলোয়াড়রা, কর্মকর্তারা তো নয়। তাহলে কেন খেলা পেছানো হলো? এই প্রশ্নের জবাবে লিগ কমিটির চেয়ারম্যান বলেন, “আসলে আমরা চাইনি খেলা পেছাতে। কিন্তু ক্লাবগুলোর স্বার্থও অনেকক্ষেত্রে দেখতে হয় আমাদের। কারণ ফুটবলকে তো বাঁচিয়ে রেখেছে তারাই।”
বুধবার বাফুফে ও ক্লাব কর্মকর্তারা পেশাদার লিগের ঢাকার বাইরের তিনটি ভেন্যু পরিদর্শনে যাবেন। মাঠ ভালো নয় বলে কিছু ক্লাব ঢাকার বাইরে খেলতে চাচ্ছে না বলেই সবাই মিলে ভেন্যু পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রিমিয়ার লিগের ঢাকার বাইরের তিনটি ভেন্যু হলো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, ফেনীর ভাষা সৈনিক সালাম স্টেডিয়াম ও গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।