বিশ্বকাপ শঙ্কা কাটলো খেদিরার

চোট কাটিয়ে পাঁচ মাস পর অনুশীলনে ফিরেছেন সামি খেদিরা। ফলে বিশ্বকাপের আগেই জার্মানির এই মিডফিল্ডারের মাঠে ফেরার উজ্জ্বল সম্ভাবনা জেগেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 08:17 AM
Updated : 14 April 2014, 08:32 AM

রোববার রিয়াল মাদ্রিদের সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন খেদিরা। ঐদিনই ক্লাবের পক্ষ থেকে খবরটি জানানো হয়।   

বুধবার কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। তারই প্রস্তুতিপর্বে রোববার অনুশীলন করে কোচ কার্লো আনচেলত্তির দল।

ইতালির বিপক্ষে ম্যাচে ব্যথা পেয়ে কাতরাচ্ছেন খেদিরা।

গত নভেম্বরে মিলানে ইতালির বিপক্ষে এক প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে বাধা দিতে গিয়ে নিজেই হাঁটুতে আঘাত পান খেদিরা। পরে চিকিৎসকরা জানায়, খেদিরার হাটুর একটি লিগামেন্ট ছিড়ে গেছে। চোটের কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

চোট সারিয়ে তুলতে জার্মানিতে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানিয়েছিল, ব্রাজিলে আগামী জুনের বিশ্বকাপের আগেই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের হয়ে ৪৪টি ম্যাচ খেলা খেদিরা।

১২ জুন থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে জার্মানি। গ্রুপের অন্য তিন দল হলো ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, যুক্তরাষ্ট ও ঘানা।