এবার লিগেও হারলো পিএসজি

ফরাসি লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণটা আরেকটু দীর্ঘায়িত হলো পিএসজির। অলিম্পিক লিওর মাঠে ১-০ গোলে হেরে গেছে বড় বাজেটের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 April 2014, 06:12 AM
Updated : 14 April 2014, 08:19 AM

রোববার পিএসজিকে হারানো একমাত্র গোলটি ফরাসি মিডফিল্ডার জর্ডান ফেরির। ৩১তম মিনিটে গোলটি করেন তিনি।

লিগে টানা আট জয় এবং ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারলো গতবারের চ্যাম্পিয়নরা।  লিগে এটা তাদের দ্বিতীয় হার। গত সপ্তাহে চেলসির মাঠে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে তারা।

লিওর কাছে হারলেও শিরোপা লড়াইয়ে ঠিকই এগিয়ে থাকছে পিএসজি। লিগের শেষ পাঁচ রাউন্ডের মধ্যে যেকোনো দু'টিতে জিতলেই অন্য কোনো দলের ম্যাচের ফলের নির্ভর না করেই শিরোপা জিতবে তারা।

৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে মোনাকো। শনিবার স্তাদ রেঁনেকে ১-০ গোলে হারিয়েছিল মোনাকো।