রেকর্ড গড়ে লন্ডন ম্যারাথনের শিরোপা কিপস্যাংয়ের

লন্ডনে ম্যারাথনের শিরোপা জিতেছেন কেনিয়ার অলিম্পিক পদক জয়ী দৌড়বিদ উইলসন কিপস্যাং। দৌড় শেষ করতে ২ ঘণ্টা ৪ মিনিট ২৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি, যা লন্ডন অলিম্পিকের নতুন রেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2014, 12:06 PM
Updated : 13 April 2014, 12:06 PM

ম্যারাথনের বিশ্বরেকর্ডও কিপস্যাংয়ের দখলে। ২০১৩ সালের বার্লিন ম্যারাথনে ২ ঘণ্টা ৩ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন কিপস্যাং।

মেয়েদের বিভাগে সবার আগে ফিতায় বুক ছুঁয়েছেন কিপস্যাংয়েরই স্বদেশি এডনা কিপলাগাত। গত দুই বছরের রানার্সআপ এই দৌড়বিদ সময় নেন ২ ঘণ্টা ২০ মিনিট ১৯ সেকেন্ড।

অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত দুই আসরেই সোনা জিতেছিলেন কিপলাগাত।