বায়ার্নের টানা দ্বিতীয় হার

শিরোপা জেতার পর ঘরোয়া লিগে হঠাৎ করেই যেন পথ হারিয়ে ফেলেছে বায়ার্ন মিউনিখ। বুন্দেলিগায় টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেছে তারা। শনিবার বায়ার্নকে তাদেরই মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বরুসিয়া ডর্টমুন্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2014, 07:04 PM
Updated : 12 April 2014, 07:04 PM

গত সপ্তাহে অগসবুর্গের কাছে ১-০ গোলে হেরেছিল মিউনিখের দলটি।

অবশ্য রেকর্ড ৭ ম্যাচ হাতে রেখে বুন্দেসলিগার শিরোপা জয়ের রেকর্ড আগেই গড়েছে গত মৌসুমে বুন্দেসলিগাসহ ‘ট্রেবল’ জয়ী বায়ার্ন।

৩০টি করে ম্যাচ খেলে বায়ার্নের পয়েন্ট ৭৮। আর ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে গতবারের রানার্সআপ রুসিয়া।

আলিয়াঞ্জ অ্যারেনায় ২০ মিনিটে মিডফিল্ডার হেনরিখ মিখিতারিয়ানের গোলে প্রথম পিছিয়ে পড়ে গতবারের ইউরোপ সেরারা।

১-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথমার্ধে তেমন একটা সুযোগ পাইনি বায়ার্ন। বিরতির পর তাদের আক্রমণের ধার বাড়লেও ৭ মিনিটের মধ্যে দুই গোল করে জয়টা নিশ্চিত করে ফেলে বরুসিয়া।

৪৯ মিনিটে মিডফিল্ডার মার্কো রয়েস ও ৫৬ মিনিটে আরেক মিডফিল্ডার ইয়োনাস হফম্যান গোল করেন।

লিগে দিনের অন্যান্য ম্যাচে ফ্রেইবুর্গ ২-০ গোলে আইনট্রাখট ব্রাউনশোয়াইগকে, হ্যানোভার ২-১ গোলে হামবুর্গকে, মেইঞ্জ ৩-০ গোলে ভার্ডার ব্রেমেনকে এবং ভলফসবুর্গ ৪-১ গোলে নুরেমবার্গকে হারিয়েছে।