বার্সেলোনাকেই বেছে নিতেন পেলে

দুই দশকের ক্যারিয়ারে কখনই ইউরোপীয় ফুটবলে খেলেননি পেলে। তবে আধুনিক ফুটবল যদি খেলতেই হতো তাহলে নাকি স্পেনের ক্লাব বার্সেলোনাকেই বেছে নিতেন ব্রাজিলের এই কিংবদন্তি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2014, 03:03 PM
Updated : 11 April 2014, 03:03 PM

স্বদেশের ক্লাব সান্তোসের সঙ্গে খেলার ধরনের মিল থাকার কারণেই বিশ্বের অন্য সব সেরা দলগুলোর মধ্যে থেকে বার্সেলোনাকে বেছে নেয়ার কথা বললেন পেলে।

টাইম সাময়িকীকে ৭৩ বছর বয়সী পেলে বলেন, “আধুনিক ফুটবলে খেলতে হলে আমি বার্সেলোনাকে বেছে নিতাম।”

তিনটি বিশ্বকাপ জয়ী তারকা পেলে বলেন, “অন্য দুই-তিনটা দলেও হয়ত খেলতে পারতাম। তবে এই মুহূর্তে বার্সেলোনাকে বেছে নেয়ার কথাই আমি বলবো। কারণ আমার সময়ে সান্তোস যেভাবে খেলতো, এখন বার্সেলোনা ঠিক একইভাবে খেলে।”

১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত সান্তোসের জার্সিতে সোনালী যুগ পার করার পর যুক্তরাষ্ট্রে দল নিউ ইয়র্ক কসমসে নাম লেখান পেলে। ১৯৭৭ সালে ওখান থেকেই ক্যারিয়ারের ইতি টানেন তিনি।