নিষিদ্ধ সাবেক দ্রুততম মানব পাওয়েল

ডোপ পরীক্ষায় ধরা পড়া ১০০ মিটার স্প্রিন্টের সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েলকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 06:26 PM
Updated : 11 April 2014, 04:57 AM

৩১ বছর বয়সী জ্যামাইকার এই স্প্রিন্টার শরীরে নিষিদ্ধ উপাদান নিয়েছিলেন গত বছরের জাতীয় চ্যাম্পিয়নশিপের সময়। পরীক্ষা-নীরিক্ষার পর জ্যামাইকার ডোপিং বিরোধী কমিটি বৃহস্পতিবার রায় ঘোষণা করে।

গত বছরের ২১ জুন থেকে নিষেধাজ্ঞার মেয়াদও শুরু ধরা হবে। এ কারণে পাওয়েলের নিষেধাজ্ঞা শেষ হবে এ বছরের ২০ ডিসেম্বর।

২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলে দৌড়ে সোনা জয়ী জ্যামাইকা দলের সদস্য ছিলেন পাওয়েল। তার অনুশীলনের সঙ্গী শ্যারন সিম্পসনকেও মঙ্গলবার একই অপরাধে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করে জ্যামাইকার ডোপিং বিরোধী কমিটি।

এই দুই জ্যামাইকান জুলাইয়ে গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন না।

এই নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন পাওয়েল।