বার্সেলোনার বিপক্ষে অনিশ্চিত রোনালদো

হাঁটুর চোট না সারতেই পেশির চোট পেয়ে বসল ক্রিস্টিয়ানো রোনালদোকে। বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে খেলা নাও হতে পারে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2014, 06:16 PM
Updated : 10 April 2014, 06:16 PM

রিয়াল মাদ্রিদ এখনো জানায়নি কত দিন রোনালদোকে মাঠের বাইরে থাকতে হবে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে কিংস কাপ হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের ফাইনালে তার খেলার সম্ভাবনা নেই।

রোনালদোর বাঁ উরুর পেশিতে চোট পাওয়ার বিষয়টি রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে।

গত ২ এপ্রিল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৮০ মিনিটে রোনালদোকে তুলে নেন আনচেলত্তি। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি বলেন, রোনালদো হাঁটুতে সমস্যা অনুভব করায় তাকে তুলে নেন তিনি। এর পর থেকেই মাঠের বাইরে রোনালদো।

এবার মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে উরুর পেশির চোট। স্পেনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের সময়ই পেশির চোটে আক্রান্ত হন তিনি। স্পেনের ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগের খেলা এপ্রিলের ২২/২৩ তারিখ। আর দ্বিতীয় লেগ হবে ২৯/৩০ এপ্রিল। ২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হলে সেমি-ফাইনালের প্রথম লেগে না খেলার সম্ভাবনা আছে রোনালদোর।