ওয়ানডেতে মুশফিকই অধিনায়ক

আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিমই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2014, 10:50 AM
Updated : 16 Feb 2014, 04:31 AM

তামিম ইকবাল সহ-অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেও এই দলে মুশফিকের ডেপুটি হিসেবে তাকেই রাখা হয়েছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৭, ২০ ও ২২ ফেব্রুয়ারি হবে ওয়ানডে তিনটি।

টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে উপেক্ষিত হলেও ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান নাঈম ইসলামকে।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত বাঁহাতি স্পিনার আরাফাত সানিও আছেন ওয়ানডে সিরিজের দলে। তবে টি-টোয়েন্টি দলে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন আলী নেই।

বাদ পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দলে থাকা জিয়াউর রহমান। ফিরেছেন ওই সিরিজের আগে চোট পাওয়া পেসার শফিউল ইসলাম।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, নাঈম ইসলাম, শফিউল ইসলাম, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, এনামুল হক, শামসুর রহমান ও আরাফাত সানি।