লা লিগার শীর্ষে রিয়াল

রিয়াল মাদ্রিদের জয় আর আতলেতিকো মাদ্রিদের হোঁচটে স্পেনের লা লিগার শীর্ষে থাকা নিয়ে লড়াই জমে উঠেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2014, 04:01 AM
Updated : 9 Feb 2014, 08:58 AM

শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৪-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। আর পরের ম্যাচে দুর্বল আলমেরিয়ার কাছে ২-০ গোলে হেরে শীর্ষস্থান খোয়ায় আতলেতিকো।

২৩ ম্যাচ থেকে দুই দলেরই পয়েন্ট ৫৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে গেছে কার্লো আনচেলত্তির দল। অবশ্য রোববারের সেভিয়ার বিপক্ষে জিতলে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনারও পয়েন্ট হবে ৫৭, তখন গোল ব্যবধানের হিসেবে শীর্ষে উঠবে জেরার্দো মার্তিনোর দলই।

নিষেধাজ্ঞার খাড়ায় পরে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। তবে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার দুই অর্ধে দুই গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে রিয়ালকে জয় পেতে বেগ পেতে হয়নি।

ম্যাচের ৭ মিনিটে রিয়ালকে এগিয়ে নিয়েছিলেন অবশ্য ওয়েলস তারকা গ্যারেথ বেল। এরপর ২৫ তম মিনিটে বেনজেমার গোলেও অবদান রাখেন তিনি। বিরতির আগে মারিও গ্যাসপারের গোলে ব্যবধান কমায় ভিয়ারিয়াল।

বিরতির পর জেসে রদ্রিগেজের গোলে আবার দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। খানিক বাদে জিওভানি দস সান্তোসের গোল ব্যবধান কমালেও খেলায় ফিরতে পারেনি ভিয়ারিয়াল। বরং ৭৬তম মিনিটে করিম বেনজেমার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

নিজেদের মাঠে আলমেরিয়ার জয়ের নায়ক মিডফিল্ডার ভেরসা। ম্যাচের শেষ দিকে তার দুই গোলেই শীর্ষস্থান থেকে ছিটকে পরে দিয়েগো সিমেওনের দল।

শনিবার ভ্যালেন্সিয়া ৫-০ গোলে রিয়াল বেতিস ও রায়ো ভায়েকোনো ৪-১ গোলে মালাগাকে হারিয়েছে।