অর্থের লিগে চ্যাম্পিয়ন রিয়াল

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাবের তকমা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। গত বছর কোনো শিরোপা না জিতলেও স্পন্সরশিপ ও টিভি সত্ত্ব থেকে সর্বোচ্চ আয় করেছে স্পেনের সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2014, 08:22 AM
Updated : 23 Jan 2014, 08:23 AM

বৃহস্পতিবার আন্তর্জাতিক একাউন্টেন্ট ফার্ম ডেলোয়েটের গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়ালের আয় ছিল ৫১ কোটি ৯০ লাখ ইউরো।

দ্বিতীয় স্থানে আছে স্পেনেরই আরেক দল রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা; তাদের আয় ৪৮ কোটি ৩০ লাখ ইউরো। গত মৌসুমে স্প্যানিশ লা লিগা জিতেছিল দলটি।

আর ৪৩ কোটি ১০ লাখ ইউরো আয় করে এই তালিকার তৃতীয় স্থানে আছে গত মৌসুমে জার্মানির প্রথম দল হিসেবে ‘ট্রেবল’ জেতা বায়ার্ন মিউনিখ।