রোনালদো জাদুতে উদ্ধার রিয়ালের

শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ এক গোল স্পেনের লা লিগায় লেভান্তের বিপক্ষে জয় এনে দিয়েছে রিয়াল মাদ্রিদকে। খেলার ফলাফল ৩-২।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2013, 08:20 PM
Updated : 6 Oct 2013, 05:21 AM

আগের ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলের হার এমনিতেই চাপের মধ্যে রেখেছিল রিয়ালকে। লেভান্তের মাঠে দু-দুবার পিছিয়ে পড়া আরেকটি হারের শঙ্কায় ফেলে দিয়েছিল তাদের। কিন্তু ইনজুরি সময়ের নাটকীয়তায় দারুণ এক জয় পেয়ে যায় লা লিগার রেকর্ড ৩২বারের চ্যাম্পিয়নরা।

গোলের পর রিয়ার মাদ্রিদ অধিনায়ক স্যার্হিও রামোসের উদযাপন। ছবি: রয়টার্স

গোলশূন্য প্রথমার্ধের পর ৫৭ মিনিটে সেনেগালিজ স্ট্রাইকার পাপা দিওয়ারা লেভান্তেকে এগিয়ে দিলেও চার মিনিট পরেই রিয়ালকে সমতায় ফেরান অধিনায়ক স্যার্হিও রামোস।

৮৬ মিনিটে মরোক্কান মিডফিল্ডার নাবিল এল-ঝার আবার স্বাগতিকদের এগিয়ে দিলে মনে হচ্ছিল লা লিগায় টানা দ্বিতীয় হারের লজ্জায় পড়তে যাচ্ছে রিয়াল।

কিন্তু চার মিনিটের ইনজুরি সময়ের শুরুতেই তরুণ স্ট্রাইকার আলভারো মোরাতা দ্বিতীয় বারের মতো সমতায় ফেরান রিয়ালকে।

তার পর রোনালদোর সেই গোল। লেভান্তের বক্সের ঠিক ভেতরে ডান কোণায় বল পেয়ে শট নেন ২০০৮ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার। বল এক ডিফেন্ডারের গায়ে লেগে, গোলরক্ষককে বিভ্রান্ত করে, দ্বিতীয় বারে লেগে চলে যায় জালে।

ইনজুরি সময়ের নাটকীয়তায় জয় পাওয়ার পর রিয়ালের খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স

অভাবনীয় গোলটা পেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি রোনালদো, জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ড দেখেছেন। তবে তা নিয়ে তখন মাথা ঘামানোর ‘সময়’ নেই পর্তুগিজ তারকা ও তার সতীর্থদের। কারণ খেলার সময়ও ফুরিয়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যে।