নিজেকে ‘সুস্থ’ দাবি নেইমারের

নেইমারের রক্তশূন্যতায় ভোগা নিয়ে ভক্তদের দুশ্চিন্তা না করার কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। এবার ব্রাজিলিয়ান তারকাও জানালেন, তার শারীরিক সমস্যা দলকে কোনো অসুবিধায় ফেলবে না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2013, 01:27 PM
Updated : 6 August 2013, 02:00 PM

রক্তশূন্যতার কারণ শরীরে লোহিত রক্তকণিকা কম থাকা। এর ফলে অল্প পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে পড়তে পারে একজন খেলোয়াড়।

গত জুনে সান্তোস থেকে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে যোগ দেয়া নেইমারকে নিয়েই এশিয়া সফরে এসেছে বার্সেলোনা। বুধবার থাইল্যান্ডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

কনফেডারেশন্স কাপে সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী নেইমার সাংবাদিকদের বলেন, “আমি এখন খুব ভালো বোধ করছি। টনসিলে অস্ত্রোপচারের পর আমি অনেকটাই সেরে উঠেছি। অনুশীলনেও কোনো সমস্যা হচ্ছে না। ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছি।”

২১ বছর বয়সী নেইমার বার্সার হয়ে সাফল্য পাওয়ার ব্যাপারেও আশাবাদী। তিনি বলেন, “নিজেকে ও দলকে নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করি আসছে মৌসুমে ভালো খেলতে পারবো। যথাযোগ্য সম্মান পাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে।”