নেইমারের নামে নাম

শিশুদের নাম রাখার ক্ষেত্রে বলিভিয়ায় এখন নেইমারের জয়জয়কার। সম্প্রতি লাতিন আমেরিকার এই দেশটির রাজধানী  লা পাজে চালানো এক জরিপে দেখা গেছে, শহরটিতে জন্ম নেয়া প্রতি ১০০টি শিশুর মধ্যে ২০টিরই নাম রাখা হচ্ছে ব্রাজিল তারকার নামে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2013, 02:32 AM
Updated : 3 July 2013, 03:01 AM

লা পাজের লা রাজন সংবাদপত্রের একটি প্রতিবেদনে বলা হয়, শিশুদের নাম বেছে নেওয়ার ক্ষেত্রে বাবা-মার প্রথম পছন্দ সম্প্রতি বার্সেলোনাতে যোগ দেয়া নেইমারের নাম।

শহরটির সিভিল রেজিস্ট্রি অফিসের মুখপাত্র রেমিজিও কনদোরি বলেন, “শিশুদের নাম রাখার ক্ষেত্রে নেইমার বেছে নেওয়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। আমরা মনে করি নামকরণের এ ধারা চলতে থাকলে ১৭ বছর পর লা পাজের বেশিরভাগ পূর্ণবয়স্ককে নেইমার বলে ডাকা হবে।

৫ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার।

এর পরেই ব্রাজিলকে কনফেডারেশন্স কাপের হ্যাট্রিক শিরোপা এনে দেয়া নেইমার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।