বার্সার জন্য নেইমারই উপযুক্ত: মেসি

ব্রাজিল তারকা নেইমারকে চুক্তিবদ্ধ করাটা বার্সেলোনার জন্য কাজের কাজ হয়েছে বলে মনে করেন লিওনেল মেসি। আগামী মৌসুমে লা লিগার শিরোপা ধরে রাখার পাশপাশি চ্যাম্পিয়নস লিগ জয় করার দায়িত্বটা বর্তাবে যে এই জুটির উপরই।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2013, 02:05 AM
Updated : 3 July 2013, 02:57 AM

টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার অনন্য কীর্তি গড়া মেসির প্রত্যাশা, ব্রাজিলের মতো বার্সাতেও দুর্দান্ত ছন্দের নেইমারকে দেখা যাবে। ব্রাজিলের কনফেডারেশন্স কাপ জেতার পেছনে বড় অবদান ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

৫ কোটি ৭০ লাখ ইউরোতে সান্তোস থেকে বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ নেইমার ইউরোপের বড় অঙ্গনে ঝলসে উঠতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ছিল অনেকের।

কিন্তু কনফেডারেশনস কাপে অনবদ্য নৈপুন্য দেখিয়ে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করে সমালোচকদের জবাব দিয়েছেন নেইমার। সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল পাওয়ার পাশাপাশি ৪টি গোল করে জিতেছেন ব্রোঞ্জ বুটও।

মেসিও তাই আশা করছেন, নেইমারের এ ছন্দ দেখা যাবে বার্সেলোনাতেও।

সাংবাদিকদের তিনি বলেন, “আমি নিশ্চিত আমাদের আগামী মৌসুমের লক্ষ্য বিবেচনায় সে (নেইমার)একজন ভালো সংগ্রহ। আশা করছি বার্সেলোনায় নেইমার বড় অবদান রাখবে এবং সান্তোস আর ব্রাজিলের হয়ে দেখানো নৈপুন্য এখানেও দেখিয়ে যাবে।”

লা লিগার শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বাজেভাবে হেরেছে বার্সেলোনা।

এখন চারবারের বিশ্বসেরা মেসির সঙ্গে তরুণ নেইমারের জুটি কী করতে পারে তাই আগ্রহভরে দেখার অপেক্ষায় সবাই।