বিশ্বকাপের ট্রফি ‘মিস’ করেন মেসি

বার্সেলোনার জার্সি গায়ে তার অজস্র সাফল্য। কিন্তু বিশ্বকাপের শিরোপা এখনো অধরা থাকার যন্ত্রণা কিছুতেই ভুলতে পারেন না লিওনেল মেসি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2013, 09:22 AM
Updated : 22 June 2013, 09:22 AM
টানা চার বার ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার অনন্য কীর্তি গড়া এই আর্জেন্টাইন তারকা ইতালির ‘কোরিয়েরে দেল্লা সেরা’ পত্রিকাকে বলেন, “পঞ্চম ব্যালন ডি’অর (ফিফা বর্ষসেরা) ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হলে নিঃসন্দেহে আমি পরেরটাই চাইবো।”
“আমি বিশ্বকাপের ট্রফিটা মিস করি। এটা আমার মনকে দুঃখ ভারাক্রান্ত করে তোলে।”
তার প্রতিভায় ফুটবলপ্রেমীরা মুগ্ধ। একের পর এক রেকর্ড লুটিয়ে পড়ছে তার পায়ে। কিন্তু নিজের বাড়িতে মেসির গুণের কোনো সমাদর নেই। তার স্ত্রী আন্তোনেল্লা নাকি ফুটবল সম্পর্কে উদাসীন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কখনো টেলিভিশনে ফুটবল দেখি না। তাতে আন্তোনেলা বিরক্ত হয়। বাড়িতে এসে তাকে যদি বলি দুই বা তিন গোল করেছি, সে আমার কথা পাত্তাও দেয় না।”