মেসিকে আদালতে তলব

কর ফাঁকির অভিযোগে লিওনেল মেসি ও তার বাবাকে আদালতে তলব করা হয়েছে।

.রয়টার্স
Published : 20 June 2013, 08:32 AM
Updated : 20 June 2013, 08:33 AM
আগামী ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন স্পেনের একজন বিচারক।
বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ও তার বাবার বিরুদ্ধে ৪০ লাখ ইউরো (প্রায় ৫৩ লাখ ডলার) কর ফাঁকির অভিযোগ উঠেছে। অভিযোগটা ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত কর না দেয়ার কারণে।
টানা চার বারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসির বিরুদ্ধে গত সপ্তাহে কর ফাঁকির অভিযোগ আনে স্পেনের আয়কর বিভাগ। তবে মেসি এবং তার বাবা দুজনই এই অভিযোগ অস্বীকার করেন।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘ফোর্বস’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, মেসির প্রতি মৌসুমে পারিশ্রমিক দুই কোটি ডলারেরও বেশি। পাশাপাশি অ্যাডিডাস, পেপসিকো এবং পিএন্ডজি’র মাধ্যমে আরো প্রায় দুই কোটি ১০ লাখ ডলার আয় করেন তিনি।