ফুটবলকে বিদায় জানাচ্ছেন বেকহ্যাম

এ মৌসুম শেষে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

.রয়টার্স
Published : 16 May 2013, 10:04 AM
Updated : 16 May 2013, 10:05 AM

বৃহস্পতিবার এক বিবৃতিতে ৩৮ বছর বয়সী বেকহ্যাম বলেন, “খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেয়ার জন্য প্যারিস সেইন্ট জার্মেইয়ের কাছে আমি কৃতজ্ঞ। আমার মনে হচ্ছে দীর্ঘ দিন সর্বোচ্চ পর্ায়ে খেলার পর ক্যারিয়ারের সমাপ্তি টানার এটাই সঠিক সময়।”

“আমার সাবেক-বর্তমান সব সতীর্থ এবং অসাধারণ কোচদের ধন্যবাদ জানাতে চাই। তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অকুণ্ঠ সমর্থন দিয়ে সাফল্যের পথে এগিয়ে নেয়ার জন্য আমার ভক্তদেরও ধন্যবাদ দিতে চাই।”

ইংল্যান্ডের হয়ে ১১৫টি ম্যাচ খেলেছেন বেকহ্যাম। ফিফা বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে দুবার দ্বিতীয় হয়েছিলেন দারুণ জনপ্রিয় এই মিডফিল্ডার।

তার ক্লাব ক্যারিয়ারও দারুণ বর্ণাঢ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এক বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ছয় বার ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুবার এফএ কাপ, রিয়াল মাদ্রিদের হয়ে এক বার স্প্যানিশ লা লিগা, এলএ গ্যালাক্সির হয়ে দুবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার এবং এ মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে ফ্রান্সের লিগ ওয়ান-এর শিরোপা জিতেছেন বেকহ্যাম।

লিগ ওয়ান-এ সাফল্য পেয়ে ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসাবে চারটি দেশের লিগ শিরোপা জয়ের অনন্য কীর্তিও গড়েছেন তিনি।