দ্বিশতকে ইতিহাসের পাতায় মুশফিক

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দ্বিশতক করে রেকর্ড বইয়ে নাম লেখালেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2013, 01:18 AM
Updated : 11 March 2013, 05:52 AM

লাঞ্চ বিরতির আগেই মোহাম্মদ আশরাফুলের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে টেস্টে বাংলাদেশের সবচেয়ে লম্বা ইনিংসের মালিক হয়েছিলেন তিনি।

আর লাঞ্চের পর নুয়ান কুলারাসেকারার বলে ১ রান নিয়ে দ্বিশতক করে তিনি পৌঁছে যান ইতিহাসের পাতায়।

৩২০ বলে ২২টি চার ও ১টি ছয়ের সাহায্যে নিজের দ্বিতীয় শতককে দ্বি-শতকে রূপ দেন বাংলাদেশের অধিনায়ক।

দ্বি-শতকে পৌঁছানোর পরের বলেই কুলাসেকারার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরের পথ ধরেন তিনি।

রোববার ষষ্ঠ শতকে আশরাফুলের সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড গড়ার দিনে অনেকটা আড়ালেই ছিলেন মুশফিক। অথচ একই দিনে ১৬২ বলে ১২টি চারের সাহায্যে নিজের দ্বিতীয় টেস্ট শতকে পৌঁছান বাংলাদেশের অধিনায়ক।

সোমবার গল টেস্টের চতুর্থ দিন শুরুর আগে ক্রিকেটপ্রেমীদের আলোচনা ছিল মোহাম্মদ আশরাফুলকে নিয়ে, অপেক্ষা ছিল টেস্টে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যানের দ্বিশতকের ইনিংস দেখার।

১৮৯ রান নিয়ে শুরু করেন আশরাফুল, সঙ্গী মুশফিকের সংগ্রহ তখন ১৫২। কিন্তু অহেতুক ঝুঁকি নিতে গিয়ে মাত্র ১ রান করেই বিদায় নেন আশরাফুল; সুযোগ হাতছাড়া হয়।

পাদপ্রদীপের আলোয় না থাকলেও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মুশফিক। ১৬১তম ওভারে অজন্তা মেন্ডিসের বল মিডউইকেট দিয়ে সীমানা ছাড়া করে আশরাফুলের ১৯০ রানের রেকর্ড ভেঙে দেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন তিনি।

এরপরই আরেক ইতিহাস গড়লেন ডাবল সেঞ্চুরি করে।