আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই

শনিবার থেকে শুরু হতে যাওয়া আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের ২৯তম আসরে অংশ নেবে ১৬টি দল। ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2013, 09:23 AM
Updated : 18 Jan 2013, 09:23 AM

শনিবার থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে আফ্রিকান নেশন্স কাপ ফুটবলের ২৯তম আসর। এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ভাগ হয়ে ১৬টি দল অংশ নিচ্ছে।

এবারের আফ্রিকান নেশন্স কাপে ম্যাচের সংখ্যা ৩২টি, আর ভেন্যু পাঁচটি। ১০ ফেব্রুয়ারি ফাইনাল জোহানেসবার্গের জাতীয় স্টেডিয়ামে।

প্রথম দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ কেপ ভার্দে। ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে অ্যাঙ্গোলা ও মরক্কো।

‘বি’ গ্রুপে আছে ঘানা, মালি, নাইজার ও ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো। ‘সি’ গ্রুপের চার দল বর্তমান চ্যাম্পিয়ন জাম্বিয়া, নাইজেরিয়া, বুরকিনা ফাসো ও ইথিওপিয়া। আর ‘ডি’ গ্রুপে লড়বে গতবারের রানার্সআপ আইভরি কোস্ট, তিউনিশিয়া, আলজেরিয়া ও টোগো।