ইউভেন্তুসের ৭০ বছর পর আতালান্তা

ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নিলেন দুভান সাপাতা। এরই সঙ্গে অসাধারণ এক কীর্তি গড়ে ফেলল তার দল আতালান্তা। চলতি সেরি আয় দলটির তিন জন খেলোয়াড়ের গোল হলো অন্তত ১৫টি করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 10:00 PM
Updated : 11 July 2020, 10:01 PM

ইতালির শীর্ষ লিগে একই আসরে কোনো দলের তিন জন খেলোয়াড়ের অন্তত ১৫টি করে গোল করার আগের রেকর্ডটি হয়েছিল আজ থেকে ৭০ বছর আগে। ১৯৫১-৫২ মৌসুমে ইউভেন্তুসের তিন খেলোয়াড় গড়েছিলেন এই কীর্তি।

শনিবার এই দলের বিপক্ষেই ম্যাচের ষোড়শ মিনিটে সাপাতা লক্ষ্যভেদ করলে রেকর্ডটি স্পর্শ করে আতালান্তা। রদ্রিগো বেন্তানকুরকে এড়িয়ে স্লাইড করে ১২ গজ দূর থেকে জাল খুঁজে নেন কলম্বিয়ান ফরোয়ার্ড। 

দলটির স্লোভেনিয়ার মিডফিল্ডার ইয়োসিপ ইলিসিচের গোলও ১৫টি। আরেক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েলের গোল ১৭টি।

৭০ বছর আগে ইউভেন্তুসের রেকর্ডে তিন গোলদাতা ছিলেন এর্মেস মুস্সিনেল্লি, জামপিয়েরো বোনিপের্তি ও জন হানসেন।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসেবে অবশ্য সম্প্রতি এই কীর্তি দেখা গেছে। ২০১৮-১৯ মৌসুমে ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির নেইমার, এদিনসন কাভানি ও কিলিয়ান এমবাপে কমপক্ষে ১৫টি করে গোল করেছিল।