চলে গেলেন ‘ডন নাচো’

মেক্সিকোর হয়ে খেলেছেন, পরে পালন করেছেন নিজ দেশের কোচের দায়িত্ব। তার অধীনে তিনটি বিশ্বকাপ খেলেছে দলটি। ‘ডন নাচো’ নামে খ্যাত ইগনাসিও ত্রেইয়েস কাম্পোস ১০৩ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 09:31 PM
Updated : 25 March 2020, 09:31 PM

১৯১৬ সালের ৩১ জুলাই জন্ম নেওয়া মেক্সিকোর এই সাবেক ফুটবলারের মৃত্যু সংবাদটি বুধবার নিশ্চিত করেছে তার সাবেক ক্লাব ক্রুস আসুল।

মেক্সিকোকে ১১৭টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ত্রেইয়েস। এরপর কোচের দায়িত্ব পালন করেছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ বিশ্বকাপে এবং ১৯৬৪ ও ১৯৬৮ সালের অলিম্পিকে।

ত্রেইয়েস কোচ হিসেবে রেকর্ড সাতটি মেক্সিকান লিগ শিরোপা জিতেছেন। খেলোয়াড় হিসেবে জিতেছেন রেকর্ড তিনটি চ্যাম্পিয়নশিপ্স শিরোপা।