‘গোলরক্ষক হলেও ভালো করত মেসি’

লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই দাভিদ ভিয়ার। ফুটবল মাঠে যে কোনো ভূমিকাতেই বার্সেলোনা তারকা ভালো করতেন বলে মনে করেন স্পেনের সাবেক এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 03:06 PM
Updated : 26 Feb 2020, 03:35 PM

২০১০ সালে ভালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দেন ভিয়া। কাম্প নউয়ে তিন বছর থাকায় কাছ থেকেই দেখেছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলারকে। দলে একই সঙ্গে চারজনের ভূমিকা মেসি পালন করতেন বলে মনে করেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
 
“আমি জানি না, এটা কে বলেছে কিন্তু তারা বলেছিল ‘মেসি হলো মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও চাভি- এমনকি আপনি চাইলে সের্হিও বুসকেতসকেও যোগ করতে পারেন।’ যখন এটা আমি শুনেছিলাম তখন মনে হয়েছিল, এটা তো আমারও ভাবনা।”
 
“আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তার সেরা পজিশন কোনটা, উত্তরটা আমি জানি না। সে একজন নাম্বার নাইন নয় কিন্তু দলের সর্বোচ্চ গোলদাতা। সে একজন নাম্বার টেন নয় কিন্তু দলের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখে। সে লম্বা নয় কিন্তু হেডে নিয়মিতই গোল করে। সবকিছুতেই সে দক্ষ।”
 
“কখনও আমরা ভাবতাম সে ডান পায়ে ভালো শট নিতে পারে না, তারপরই সে ডান পায়ে দুর্দান্ত সব গোল করে বসত। আমি মনে করি যদি সে একজন গোলরক্ষক হিসেবেও খেলত, সে ভালো করত।”