জিরুদের হ্যাটট্রিকে শেষ আটে চেলসি

চেলসির হয়ে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন অলিভিয়ে জিরুদ। ফরাসি স্ট্রাইকারের নৈপুণ্যে দিনামো কিয়েভকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মাওরিসিও সাররির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 07:53 PM
Updated : 14 March 2019, 10:48 PM

ইউক্রেনের ক্লাবটির মাঠে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি পর্বে ৫-০ গোলে জেতা চেলসি দুই লেগ মিলিয়ে ৮-০ ব্যবধানে এগিয়ে পরের রাউন্ডে ওঠে। গত বৃহস্পতিবার প্রথম পর্বে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা।

জিরুদের নৈপুণ্যে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় এদেন আজার, দাভিদ লুইস ও পেদ্রোকে বেঞ্চে রেখে খেলতে নামা চেলসি। উইলিয়ানের কর্নারে সতীর্থের হেডে বল ছোট ডি-বক্সের মুখে পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড।

৩৩তম মিনিটে বাঁ দিক থেকে মার্কোস আলোনসোর ক্রস ডি-বক্সে পেয়ে প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন জিরুদ। আর বিরতির ঠিক আগে ডান দিকের বাইলাইন থেকে সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ ডিফেন্ডার আলোনসো।

৫৯তম মিনিটে ডান দিক থেকে উইলিয়ানের ফ্রি-কিকে হেডে হ্যাটট্রিক পূরণ করেন জিরুদ। ম্যাচ জয়ের পাশাপাশি দুই লেগ মিলিয়ে ৭-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় শেষ আটের টিকেটও বলতে গেলে নিশ্চিত হয়ে যায় চেলসির।

ইউরোপা লিগে এখন পর্যন্ত ৯ গোল হলো জিরুদের।

৭৮তম মিনিটে জিরুদের দারুণ পাস পেয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে নিচু শটে দলের পঞ্চম গোলটি করেন ক্যালাম হাডসন-ওডোই। প্রথম লেগেও একটি গোল করেছিলেন এই ইংলিশ ফরোয়ার্ড।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালসবুর্কের মাঠে ৩-১ গোলে হেরে গেছে নাপোলি। তবে প্রথম পর্বে ৩-০ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে শেষ আটে উঠেছে ইতালিয়ান ক্লাবটি।