বার্সেলোনার অধিনায়ক মেসি

গত মৌসুম শেষে ক্লাব ছেড়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তার জায়গায় বার্সেলোনার নতুন অধিনায়ক হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির নাম ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2018, 01:00 PM
Updated : 10 August 2018, 03:12 PM

২০০২ সালে মূল দলে অভিষেকের পর ১৬ মৌসুম কাম্প নউয়ে কাটিয়ে মে মাসে জাপানের জে. লিগের দল ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা।

শুক্রবার কাতালান ক্লাবটি আনুষ্ঠানিকভাবে ২০১৮-১৯ মৌসুমে নিজেদের চার অধিনায়কের মধ্যে প্রথম পছন্দ হিসেবে ৩১ বছর বয়সী আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা করে। অন্য তিন অধিনায়ক হচ্ছেন সের্হিও বুসকেতস, জেরার্দ পিকে ও সের্হিও রবের্তো।

২০১৫ সালে বার্সেলোনার দ্বিতীয় অধিনায়ক হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়েছিল। তাই ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবে তার নামটা প্রত্যাশিতই ছিল। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্বও পালন করছেন তিনি।

২০১৪-১৫ মৌসুমের পর প্রথমবারের মতো বার্সেলোনার চার অধিনায়কই হলেন ক্লাবটির যুব প্রকল্প থেকে উঠে আসা ফুটবলাররা। তখন প্রথম পছন্দের অধিনায়ক ছিলেন চাভি। অন্য তিনজন ছিলেন ইনিয়েস্তা, মেসি ও বুসকেতস।