আগুয়েরো-জেসুস জুটিতে উচ্ছ্বসিত গুয়ার্দিওলা

এ মৌসুমে সের্হিও আগুয়েরোর উন্নতিতে মুগ্ধ পেপ গুয়ার্দিওলা। ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের সঙ্গে আর্জেন্টিনার এই স্ট্রাইকারের জুটি গড়ে ওঠায় ভীষণ খুশি ম্যানচেস্টার সিটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 09:03 AM
Updated : 26 Sept 2017, 09:03 AM

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত সাত ম্যাচ খেলে সাত গোল করেছেন আগুয়েরো। দারুণ এই ফর্ম নিয়ে ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানিতে শাখতার দোনেৎস্কের বিপক্ষে মাঠে নামবেন তিনি। ১৭৭ গোল নিয়ে শীর্ষে আছেন সাবেক ফরোয়ার্ড এরিক ব্রুক। আগুয়েরোর গোল ১৭৬টি।

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি।

গুয়ার্দিওলার মতে, গোল করা ছাড়াও দলের আক্রমণভাগে অনেক কিছু যোগ করেছেন আগুয়েরো।

“আমি মনে করি, আগুয়েরোর মধ্যে অতীতেও একই গুণ ছিল। হয়তো এখন আমরা শুধু ফিনিশিংয়ের ক্ষেত্রে না, তাকে আরও বেশি খেলাই।”

“আগে সের্হিও শুধু একটা গোল করতো। এখন যখন জন (স্টোনস), নিকো (ওতামেন্দি), ফের্নানদিনিয়ো ও ইয়াইয়া তুরের কাছে বল থাকে, আমরা জানি সে আছে।”

দারুণ ছন্দে আছেন জেসুসও; এ মৌসুমে এখন পর্যন্ত পাঁচ গোল করেছেন তিনি।

“এখন আমাদের পাঁচজন স্ট্রাইকার আছে। এখানে আসার পর থেকে মাঠে ও মাঠের বাইরে তার অবদান দেখে তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে নিয়ে আমি খুবই খুশি।”

“সে সের্হিওকে গোল করতে সাহায্য করে। চাপ বাড়াতে, গতিময় ফুটবল খেলতে এবং লড়াই করতে, এমন অনেক কিছুতে সাহায্য করে যা হয়তো আগে আমাদের ছিল না। সে খুবই গুরুত্বপূর্ণ।”