নেপালকে হারিয়ে কাজ এগিয়ে রাখতে চায় বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফ অনূধর্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যেতে চায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 03:06 PM
Updated : 24 Sept 2017, 03:06 PM

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে যুবারা।

ভারত ও মালদ্বীপকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুবারা। বাংলাদেশের চেয়ে এক ম্যাচ বেশি খেলা ভুটান সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

দুই ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা নেপালের বিপক্ষে জিতলে শিরোপা পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ ম্যাচে স্বাগতিকদের সঙ্গে ড্র করলেই চলবে জাফর-রহমতদের। কোচ মাহবুব হোসেন রক্সি তাই জয় ছাড়া কিছু ভাবছেন না।

“আগামীকাল আমাদের নেপালের বিপক্ষে ম্যাচ। কোনো বিকল্প নেই…আমাদের জিততে হবে। নেপালের বিপক্ষে আগামীকালের ম্যাচ নিয়ে আমরা সবাই খুব আত্মবিশ্বাসী।”

“নেপাল ম্যাচের জয়টি আমাদের শিরোপা জয় নব্বই ভাগ নিশ্চিত করে দেবে। এ জন্য আমরা সবার দোয়া ও সমর্থন চাই।”

দুই ম্যাচে তিন গোল করা ফরোয়ার্ড জাফর ইকবালও সুর মিলিয়েছেন কোচের সঙ্গে, “নেপালের বিপক্ষে আমাদের অবশ্যই জিততে হবে। তাহলে আমাদের ট্রফি নিয়ে ঘরে ফেরা নব্বই শতাংশ নিশ্চিত হয়ে যাবে।”