গোল না পেলেও শান্ত রোনালদো: জিদান

‌টানা দুই ম্যাচে গোল করতে না পারা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে উদ্বেগ নেই রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদানের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 07:00 AM
Updated : 24 Sept 2017, 07:00 AM

লা লিগায় শনিবার দেপোর্তিভো আলাভেসের মাঠে ২-১ গোলের জয় পায় আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হারা জিদানের দল। দুটি গোলই করেন দানি সেবাইয়োস। 

চলতি লিগে নিজের দ্বিতীয় ম্যাচে রোনালদোর দুটি প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে রিয়ালের জয়টা আরও সহজ হতে পারতো। এবারের মৌসুমে লা লিগায় ১৮টি শট নিলেও জালের দেখা পাননি চার বারের বর্ষসেরা এই ফুটবলার।

গত বুধবার নিজেদের মাঠে রিয়াল বেতিসের বিপক্ষে ১-০ গোলের হারের ম্যাচেও জ্বলে উঠতে পারেননি মৌসুমের শুরুতে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটা রোনালদো। তবে রোনালদোর সাময়িক এই ফর্মহীনতায় তেমন উদ্বেগের কিছু দেখছেন না জিদান।

আলাভেসের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, “গোল করতে না পারলে আপনি হতাশ থাকবেন। কিন্তু রোনালদো শান্ত আছে।”

“সে গোল করতে চায় এবং এটা করার জন্য তার অনেক সুযোগও ছিল। আমরা জানি, শেষ পর্যন্ত সে পার্থক্য গড়ে দেবে।”

রিয়ালের জয়টা খুব সহজ ছিল না। সেবাইয়োসের গোলে শুরুতে এগিয়ে গেলেও অধিনায়ক মানু গার্সিয়ার গোলে সমতা ফিরিয়ে বসে আলাভেস। দ্রুতই নিজের দ্বিতীয় গোলটি করে  জয় এনে দেন সেবাইয়োস।

প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে জ্বলে উঠা ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন জিদান।

“আমি এই খেলোয়াড়কে নিয়ে খুশি কারণ সে খেলার জন্য প্রস্তুত এবং দুটি গোল পেতে আজ সে খুব ভালো খেলেছে।”

“আমি তাকে নিয়ে খুশি। কারণ, সে এমন একটা ছেলে যে শিখতে চায়। সে আরও অনেক সুযোগ পাবে। গোলগুলো করা ছাড়াও সে দুর্দান্ত খেলেছে।”

এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লা লিগায় চতুর্থ স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। ৭ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।