মেসিকে বিশ্রাম দেবেন না বার্সা কোচ

দারুণ ছন্দে থাকা লিওনেল মেসিকে এখনই বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 10:20 AM
Updated : 23 Sept 2017, 10:20 AM

এ মৌসুমে এরই মধ্যে লা লিগায় পাঁচ ম্যাচে ৯ গোল করে ফেলেছেন মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে সংখ্যাটা ১২। সবশেষ গত মঙ্গলবার এইবারকে ৬-১ গোলে উড়িয়ে দিতে একাই করেন চারটি।

শনিবার লিগের ষষ্ঠ রাউন্ডে জিরোনার মাঠে খেলতে নামবে বার্সেলোনা। চার দিন পর স্পোর্তিংয়ে বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ম্যাচ। এমন ব্যস্ত সূচি থাকার পরও দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন তারকাকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন না কোচ।

“একজন খেলোয়াড়কে আমি সাধারণত পরিবর্তন করতাম না যে চার গোল করে! সুতরাং আমি এটা করব না।”

“আমরা জানি, সামনে দীর্ঘ একটা পথ এবং লিওর গোলের সংখ্যা বলে সে পথে আছে। আমরা এটাকে এভাবেই চলতে দিতে চাই।”

“আমার মনে হয়, সবসময় গোলের জন্য এমন উচ্চাকাঙ্ক্ষী এবং অসাধারণ একজন গোলদাতা হিসেবেই সে পরিচিত। আর আমরা এটাই চাই। সে ফল নির্ধারক।”

“আরেক দিন মেসি কি করেছে আপনারা দেখেছেন। সে ওই কাজগুলো করে যেগুলো করা যায় না বলে মানুষ ভাবে। আমরা চাই, এগুলো এভাবেই চলতে থাকুক।”

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।