মপেঁলিয়ের বিপক্ষে নেই নেইমার

পায়ের চোটের কারণে মপেঁলিয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড ফিরবেন বলে আশা করছে পিএসজি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 07:36 AM
Updated : 23 Sept 2017, 07:36 AM

নেইমারের পায়ের পাতায় হালকা চোট রয়েছে। শনিবার মপেঁলিয়ের বিপক্ষে তাই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে খেলানোর ঝুঁকি নিচ্ছেন না পিএসজি কোচ উনাই এমেরি।

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর ফরাসি ক্লাবটির হয়ে আলো ছড়াচ্ছেন নেইমার। লিগ ওয়ানের খেলা পাঁচ ম্যাচে চার গোল করেছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও চারটি।

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেও উজ্জ্বল ছিলেন নেইমার। সেল্টিকের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ম্যাচে গোল করেন তিনি। আগামী বুধবার বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে পিএসজি।

কদিন আগে অবশ্য নেইমার শিরোনামে ছিলেন অন্য কারণে। লিওঁর বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে স্পট কিক নেওয়া নিয়ে সতীর্থ এদিনসন কাভানির সঙ্গে ঝামেলায় জড়ান তিনি। সেটা মিটেছে কিনা দেখার জন্য অপেক্ষা করতে হবে পরের ম্যাচ পর্যন্ত।