জিদানের চাওয়া, ছেলে যেন গোল না পায়

কোচিং ক্যারিয়ারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন জিনেদিন জিদান। শুধু প্রতিপক্ষ দল নিয়েই নয়, ছেলের বিপক্ষেও পরিকল্পনা সাজাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচকে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 02:39 PM
Updated : 22 Sept 2017, 02:41 PM

শনিবার লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

জিদানের প্রার্থনা, অন্তত এই ম্যাচে যেন গোল না পায় তার বড় ছেলে এনসো ফের্নান্দেস। কারণটা পরিষ্কার; গত জুনে রিয়াল ছেড়ে এই আলাভেসেই যোগ দিয়েছেন জিদান-পুত্র।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে রিয়ালের শুরুটা হয়েছে খুব খারাপ। প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারিয়েছে তারা, সবশেষ গত বুধবার রিয়াল বেতিসের কাছে হারতে হয়েছে।

বাজে সময় কাটিয়ে উঠতে আলাভেসের মাঠে জয়ের বিকল্প নেই রিয়ালের। আর তাই জিদানের এমন চাওয়া।

শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে জিদান বলেন "আশা করি, সে গোল করবে না। আমরা দুজনেই খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, সে তার জন্য, আমি আমার জন্য।"

"এটা কিছুটা অদ্ভূত হতে যাচ্ছে; তবে আমি তার জন্য খুশি। সে কঠোর পরিশ্রম করছে। সে এমন একটা দলে যারা এই মুহূর্তে তেমন ভালো করতে পারছে না। কিন্তু তাদের ভালো একটা দল আছে এবং তারা ভালো কাজ করছে।"

"কিন্তু আগামীকাল আমরা একে অপরের বিপক্ষে খেলব এবং আমি মাদ্রিদের পক্ষে, সে আলভাসের। এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে।"

দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে গতবারের চ্যাম্পিয়নরা।

এরই মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।