'মেসির কারণে বার্সা ছাড়ে নেইমার'

লিওনেল মেসির ছায়া থেকে বের হতেই নেইমার পিএসজিতে গেছেন বলে মনে করেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরেমি মাথিউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 12:39 PM
Updated : 21 Sept 2017, 12:44 PM

অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেওয়া নেইমার ফ্রান্সের ক্লাবটির হয়ে দারুণ শুরু করেছেন। সব ধরনের প্রতিযোগিতায় ছয় ম্যাচে ৫ গোল করার পাশাপাশি সমপরিমাণ গোল করিয়েছেনও।

কাম্প নউয়েও চার বছরের ক্যারিয়ারের দারুণ সফল ছিলেন ২৫ বছর বয়সী নেইমার। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জিতেন তিনি। 

মেসিকে ছাড়িয়ে যাওয়া ও বর্ষসেরা ফুটবলার হওয়ার আকাঙ্ক্ষাই নেইমারের বার্সেলোনা ছাড়ার মুল কারণ বলে মনে করেন মাথিউ।

"আমার অভিমত, সে বার্সা ছেড়েছিল কারণ সে লিওর পেছনে ছিল। আমি মনে করি, সে ব্যালন ডি'অর জিততে চায়। এই মুহূর্তে সে প্যারিসে সুখে আছে। কারণ সে গোল করছে।"

মেসিকে এখনও বিশ্বের সেরা ফুটবলার মনে করেন নেইমারের এক মাস আগে বার্সেলোনা ছাড়া ফরাসি খেলোয়াড় মাথিউ। রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তুলনার ক্ষেত্রেও সাবেক সতীর্থকে এগিয়ে রাখছেন তিনি।

"ব্যক্তিগতভাবে আমি ক্রিস্তিয়ানোকে চিনি না। তারা দুইজন ভিন্ন ধরনের খেলোয়াড়। উভয়েরই নিজস্ব ধরণ আছে। আমি লিওকে জানি। জানি, সে কতটা ভালো খেলোয়াড়।"