আমার প্রমাণ করার কিছু নেই: পাওলিনিয়ো

সমালোচকদের ভুল প্রমাণ করা নিয়ে মাথা ঘামাচ্ছেন না পাওলিনিয়ো। তাদের কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই বলেও মনে করেন এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দেওয়া ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 10:25 AM
Updated : 21 Sept 2017, 10:25 AM

কাম্প নউয়ে মঙ্গলববার রাতে লা লিগায় এইবারের বিপক্ষে বার্সেলোনার ৬-১ ব্যবধানের জয়ে গোল করার পাশাপাশি লিওনেল মেসির একটি গোলে অবদান রাখেন পাওলিনিয়ো। আগের ম্যাচে গেতাফের বিপক্ষে বদলি নেমে জয়সূচক গোল করেছিলেন অগাস্টে ৪ কোটি ইউরো ট্রান্সফার ফিতে গুয়াংজু এভারগ্রান্দে থেকে কাতালান ক্লাবটিতে নাম লেখানো এই খেলোয়াড়।

মূলত চীনের ক্লাবের হয়ে খেলার কারণে পাওলিনিয়োকে দলে টানাটা পছন্দ হয়নি বার্সেলোনার সমর্থক গোষ্ঠীর। ২৯ বছর বয়সী এই খেলোয়াড়ের বিশ্বাস, তিনি এরই মধ্যে দেখিয়েছেন কেন তাকে কাম্প নউয়ে আনতে মরিয়া ছিলেন কোচ এরনেস্তো ভালভেরদে।

"আমাকে নিয়ে যারা সন্দেহ করেছিল তাদের কাছে আমার নিজেকে প্রমাণ করার কিছু ছিল না। কেবল আমার সতীর্থদের ও বার্সেলোনার কাছে প্রমাণ দেওয়ার ছিল।"

"সবচেয়ে ভালো যেটা করা যায় সেটা মাঠে কাজটা করা, জয় তুলে নেওয়া এবং গোল করা। তবে গোল করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ম্যাচগুলো জেতা।"