লাৎসিওর মাঠে বড় জয় নাপোলির

লাৎসিওকে হারিয়ে সেরি আর নতুন মৌসুমে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে নাপোলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 09:45 AM
Updated : 21 Sept 2017, 09:45 AM

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় পায় দলটি।

নেদারল্যান্ডসের ডিফেন্ডার স্টেফান ডে ভ্রেইর গোলে প্রথমার্ধে এগিয়ে যায় লাৎসিও। দ্বিতীয়ার্ধে দারুণভাগে ঘুরে দাঁড়ায় নাপোলি।

কালিদু কুলিবালি, হোসে কাইয়েহোন, ড্রিস মের্টেন্স ও জর্জিনিয়োর গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অতিথিরা। 

লিগে টানা পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে নাপোলি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

২৭ বছর আগে সবশেষ সেরি আ জিতেছিল নাপোলি। ক্লাবটিতে তখন ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনা।

মারিও মানজুকিচের একমাত্র গোলে ফিওরেন্তিনাকে হারিয়েছে ইউভেন্তুস।

স্পালকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান ১৩ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।

বসনিয়ার স্ট্রাইকার এদিন জেকোর জোড়া গোলে স্বাগতিক বেনেভেন্তোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোমা। সেরি আয় প্রতিপক্ষের মাঠে টানা ৯ ম্যাচে জয় পাওয়া দলটি আছে টেবিলের সপ্তম স্থানে।