বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় রিয়ালের আধিপত্য

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের ফুটবলারদের। ৫৫ জনের এই তালিকায় ইউরোপ চ্যাম্পিয়নদের সর্বোচ্চ ১৩ জন জায়গা পেয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 01:51 PM
Updated : 20 Sept 2017, 02:20 PM

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও বিশ্বজুড়ে ফুটবলারদের সংস্থা (ফিফপ্রো) ২০১৭ সালের বর্ষসেরা একাদশের জন্য বুধবার এই তালিকা প্রকাশ করে।

২০১৬ সালের বর্ষসেরা একাদশে রিয়ালের পাঁচ ও বার্সেলোনার চার জন খেলোয়াড় ছিল।

এবারের সংক্ষিপ্ত তালিকায় মাদ্রিদের ক্লাবটির ১৩ জনের জায়গা পাওয়াটা রেকর্ড।

দেশ হিসেবে সবচেয়ে বেশি খেলোয়াড় আছে স্পেনের, ৯ জন। ৭ জন করে ফুটবলার ব্রাজিল ও ফ্রান্সের। আর্জেন্টিনার আছে তিন জন খেলোয়াড়।

এই তালিকায় যথারীতি আছেন পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো ও ইউভেন্তুসের জানলুইজি বুফ্ফন। ২০০৫ সালে শুরু হওয়া বিশ্ব একাদশের সংক্ষিপ্ত তালিকায় প্রতিবারই ছিলেন কেবল এই দুজনই।

৫৫ জনের তালিকা:

গোলরক্ষক: জানলুইজি বুফ্ফন (ইতালি, ইউভেন্তুস), দাভিদ দে হেয়া (স্পেন, ম্যানচেস্টার ইউনাইটেড), কেইলর নাভাস (কোস্টা রিকা, রিয়াল মাদ্রিদ), মানুয়েল নয়ার (জার্মানি, বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (স্লোভেনিয়া, আতলেতিকো মাদ্রিদ)

ডিফেন্ডার: দাভিদ আলাবা (অস্ট্রিয়া, বায়ার্ন মিউনিখ), জর্দি আলবা (স্পেন, বার্সেলোনা), দানি আলভেস (ব্রাজিল, পিএসজি), জেরোমে বোয়াটেং (জার্মানি, বায়ার্ন মিউনিখ), লিওনার্দো বোনুচ্চি (ইতালি, ইউভেন্তুস/এসি মিলান), দানি কারভাহাল (স্পেন, রিয়াল মাদ্রিদ), জর্জো কিয়েল্লিনি (ইতালি, ইউভেন্তুস),  দিয়েগো গদিন (উরুগুয়ে, আতলেতিকো মাদ্রিদ), মাটস হুমেলস (জার্মানি, বায়ার্ন মিউনিখ), ফিলিপ লাম (জার্মানি, বায়ার্ন মিউনিখ/অবসর), দাভিদ লুইস (ব্রাজিল, চেলসি), মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), হাভিয়ের মাসচেরানো (আর্জেন্টিনা, বার্সেলোনা), পেপে (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ/বেসিকতাস), জেরার্দ পিকে (স্পেন, বার্সেলোনা), সের্হিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (ব্রাজিল, পিএসজি), সামুয়েল উমতিতি (ফ্রান্স, বার্সেলোনা), আন্তোনিও ভালেন্সিয়া (একুয়েডর, ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভারানে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)

মিডফিল্ডার: থিয়াগো আলকান্তারা (স্পেন, বায়ার্ন মিউনিখ), সের্হিও বুসকেতস (স্পেন, বার্সেলোনা), কাসেমিরো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), ফিলিপে কৌতিনিয়ো (ব্রাজিল, লিভারপুল), এডেন হ্যাজার্ড (বেলজিয়াম, চেলসি), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন, বার্সেলোনা), ইসকো (স্পেন, রিয়াল মাদ্রিদ), এনগোলো কঁতে (ফ্রান্স, চেলসি), টনি ক্রুস (জার্মানি, রিয়াল মাদ্রিদ), নেমানিয়া মাতিচ (সার্বিয়া, চেলসি/ম্যানচেস্টার ইউনাইটেড), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ), মেসুত ওজিল (জার্মানি, আর্সেনাল), পল পগবা (ফ্রান্স, ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কো ভেরাত্তি (ইতালি, পিএসজি), আর্তুরো ভিদাল (চিলি, বায়ার্ন মিউনিখ)

ফরোয়ার্ড: গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ), করিম বেনজেমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), এদিনসন কাভানি (উরুগুয়ে, পিএজি), পাওলো দিবালা (আর্জেন্টিনা, ইউভেন্তুস), অঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স, আতলেতিকো মাদ্রিদ), জ্লাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, ম্যানচেস্টার ইউনাইটেড), হ্যারি কেইন (ইংল্যান্ড, টটেনহ্যাম হটস্পার), রবের্ত লেভানদোভস্কি (পোল্যান্ড, বায়ার্ন মিউনিখ), রোমেলু লুকাকু (বেলজিয়াম, ম্যানচেস্টার ইউনাইটেড), কিলিয়ান এমবাপে (ফ্রান্স, মোনাকো/পিএসজি), লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা), নেইমার (ব্রাজিল, বার্সেলোনা/পিএসজি), ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ), আলেক্সিস সানচেস (চিলি, আর্সেনাল), লুইস সুয়ারেস (উরুগুয়ে, বার্সেলোনা)