ভারতকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী বাংলাদেশ

শক্তিশালী ভারতকে হারানোর আত্মবিশ্বাস মালদ্বীপের বিপক্ষে কাজে লাগাতে চায় বাংলাদেশ। শিরোপা নিয়ে ঘরে ফেরার লক্ষ্য পূরণে জয়ের ধারায় থাকার লক্ষ্য যুবাদের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 03:15 PM
Updated : 19 Sept 2017, 03:15 PM

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে আগামী বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। স্বাগতিকদের কাছে হেরে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে মালদ্বীপ।

শ্রীলঙ্কা নাম প্রত্যাহার করে নেওয়ায় পাঁচ দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটিই পাবে শিরোপা। 

এ মুহূর্তে ৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে ভুটান।

বাংলাদেশ কোচ মাহবুব হোসেন রক্সি জানান, জয়ের ধারায় থাকাই লক্ষ্য তার।

“আমাদের পরের ম্যাচ মালদ্বীপের সঙ্গে; এশিয়ার বড় দল ভারতকে হারানোর তৃপ্তি নিয়ে আমরা মাঠে নামব না। মালদ্বীপের খেলা আমরা দেখেছি, তারাও ভালো দল; তাদের আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না।”
“এখন আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবছি। এ মুহূর্তে আমরা শিরোপা লড়াইয়ে ভালো অবস্থানে আছি। আমাদের পুরো মনোযোগ শিরোপা জয়ের দিকে; তাই আমরাও সামনের তিন ম্যাচ খেলতে প্রস্তুত।”
ভারতের বিপক্ষে করা ভুলের পুনরাবৃত্তি মালদ্বীপ ম্যাচে চান না টুটুল হোসেন বাদশা। কোচের মতো শিরোপা নিয়ে ঘরে ফেরার লক্ষ্য অধিনায়কেরও।
“ভারতের বিপক্ষে প্রথমার্ধে আমরা অনেক ছোটখাট ভুল করেছিলাম। নিশ্চিতভাবেই পরের ম্যাচে আমরা সেই ভুলগুলো পুনরাবৃত্তি করব না। আগের চেয়ে আমরা এই প্রতিযোগিতা নিয়ে আরও মনোযোগী, আত্মবিশ্বাসী। শিরোপা নিয়ে ঘরে ফেরার দিকেই আমরা সবাই মনোযোগ দিচ্ছি।”